প্রতিটি জীবনই তাঁর পরিবার, সমাজ এবং দেশের জন্য অমূল্য সম্পদ| পুলিশ বাহিনীতে যারা চাকরিরত, পেশাগত দায়িত্ব-পালন করতে গিয়ে পরিবারের জন্য তারা খুব কম সময়ই দিতে পারেন। রাষ্ট্রের প্রয়োজনে যৌক্তিক কারনেই তাদের কোন নির্দিষ্ট কর্মঘন্টা নেই। বছরের ৩৬৫ দিনের দিনরাত্রি ২৪ ঘন্টাই যেন তারা রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিকদের সেবায় নিয়োজিত।
১৮৬১ সালে যাত্রা শুরু করে নানা সংস্কার ও পরিমার্জনের মধ্যদিয়ে আসা আজকের এ পুলিশ বাহিনী আমরা দেখতে পাচ্ছি। সরকারী দায়িত্ব পালনরত অবস্থায় সব সময়ই জীবন উৎসর্গ করছেন পুলিশ বাহিনীর সদস্যরা। ১৯৭৬ সাল থেকে ২০১৬ সাল অবধি শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই বিভিন্ন পদমর্যাদার মোট ১৯৯ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন দেশ মাতৃকার কল্যাণে, আহত হয়েছেন শত শত সদস্য। সারা দেশে এ সংখ্যা অনেক বেশী।
জঙ্গিবাদ একটি বৈশ্বিক প্রপঞ্চ। সম্প্রতি কিছুটা হলেও এর আঁচ লেগেছে বাংলাদেশে। পুলিশের যুগোপযোগী ও কার্যকর ভূমিকা গ্রহণের ফলে বর্তমানে তা অনেকটা নিয়ন্ত্রণে। গুলশানে জঙ্গি হামলা ঠেকাতে গিয়ে অকাতরে জীবনদান করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই নির্ভীক কর্মকর্তা এসি রবিউল ইসলাম এবং ওসি সালাউদ্দিন। এ দুই শহীদ পুলিশ কর্মকর্তা জাতির শ্রদ্ধার আসনে আসীন।
পুলিশ সদস্যদের মৃত্যু পরিবারটিকে শোকের সাগরে ভাসায়, পাশাপাশি তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা জীবন যুদ্ধে হয়ে পড়ে অসহায়। কেননা অনেকের ক্ষেত্রেই সেই পুলিশ সদস্যই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
এমন শোকের আখ্যানগুলো মিলে একটি মহাকাব্য হবে। দেশের মানুষের জন্য অকাতরে জীবন দিতে পুলিশ সদস্যরা কখনোই কুন্ঠাবোধ করেনি যার ধারা আজও অব্যাহত।
শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগকে স্মরণ করতে আগামীকাল ১ মার্চ, ২০১৭ প্রথমবারের মত পালিত হতে যাচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। এখন থেকে এ দিবসটি প্রতি বছরই পালন করা হবে।
কেন্দ্রীয়ভাবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম এ উপলক্ষে আগামীকাল বুধবার সকাল ১০.০০ টায় ঢাকার পুলিশ স্টাফ কলেজ ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর ২০১৬ সালে কর্তব্যরত অবস্থায় সারাদেশে নিহত ১২৮ জন পুলিশ সদস্যের পরিবারবর্গকে কেন্দ্রীয়ভাবে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে সম্মাননা প্রদান করা হবে।
এছাড়াও বিভিন্ন রেঞ্জ অফিস এবং জেলা পর্যায়েও দিনটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। পুলিশ মেমোরিয়াল ডে উদযাপনের প্রাক্কালে দেশমাতৃকার কল্যাণে অবদান রাখা সকল পুলিশ সদস্যদের প্রতি আমাদের বিনীত প্রণতি।
লেখকঃ
সাব-ইন্সপেক্টর
মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।