আন্দিজ পর্বতমালায় অবস্থিত চিলির লাস্কার আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই বের হওয়ার পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
গতকাল শনিবার এই আগ্নেয়গিরিটি ফের সক্রিয় হয়ে ওঠে। ধোঁয়া, গ্যাস এবং লাভার প্লাম আকাশে ছয় হাজার মিটার পর্যন্ত পৌঁছেছে। মুহূর্তেই কেঁপে উঠছে এলাকার মাটি। ধোঁয়া, গ্যাস এবং গলিত লাভা প্রবল বেগে আকাশে ছড়িয়ে পড়ছে। আগ্নেয়গিরি এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যে বিমানগুলো ওই এলাকার আকাশসীমা ব্যবহার করবে সেগুলোকে ডাইভার্ট করা হয়েছে। কারণ ওই গরম ধোঁয়ার সংস্পর্শে এলে যেকোনো বস্তু গলে যেতে পারে বা পুড়ে যেতে পারে।
আগ্নেয়গিরিটির আশপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও কর্তৃপক্ষ সতর্কতার মাত্রা ‘সবুজ’ থেকে বাড়িয়ে ‘হলুদে’ নিয়ে গেছে।
চিলির ভূতত্ত্ব ও খনন কর্তৃপক্ষ সার্নাজিওমিনের এ ‘হলুদ’ সতর্কতার অর্থ দাঁড়াচ্ছে-আগ্নেয়গিরিটি অস্থিতিশীল।
চিলির ন্যাশনাল জিয়োলজি অ্যান্ত মাইনিং সার্ভিস জানায়, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে মৃদু ভূমিকম্পের মাধ্যমে অগ্নুৎপাত শুরু হয়। ধীরে ধীরে তার তেজ বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে পুরো এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
লাস্কার সর্বশেষ ১৯৯৩ সালে সম্পূর্ণরূপে বিস্ফোরিত হয়েছিল। এরপর ২০০৬ ও ২০১৫ সালে লাস্কারের জেগে ওঠার লক্ষণ দেখা যায়। যদিও সে সময় তা পুরোপুরি প্রকাশ পায়নি। এখনও পর্যন্ত কোনো বাসিন্দা আহত হয়নি এবং কোনো সম্পত্তি ধ্বংস হয়নি। সূত্র : বিবিসি