ডিএমপি নিউজঃ বিপুল পরিমাণ ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন ওরফে পাঁচু (২৯) ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী ফারহানা আক্তার ওরফে পাপিয়া (২৫) রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় ২০,০০০ পিস ইয়াবা, ১টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক।
সম্প্রতি মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান জোরদার করা হলে তারা আত্মগোপনে চলে যায়। অতঃপর ৭ জুন, ২০১৮ রাতে সিটিটিসি’র, স্পেশাল এ্যাকশন গ্রুপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে রাজধানীর লালবাগ এলাকা হতে ১০,০০০ পিস ইয়াবা পরিবহণের সময় গ্রেফতার করে।
পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে লালবাগ এলাকার গোপন আস্তানা হতে উদ্ধার করা হয় আরও ১০,০০০ পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও মতিঝিলসহ একাধিক থানায় মাদক ও অস্ত্র আইনে বেশকিছু মামলা রয়েছে।