আর মাত্র একদিন পরই ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। ইতোমধ্যে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা ঢাকা পৌঁছে গেছে।
সোমবার দুপুরে ( ১৫ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ সিরিজের উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
১৭ জানুয়ারি শ্রীলঙ্কা খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। আর ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে মাশরাফিবাহিনী। ২১ জানুয়ারি ফের মুখোমুখি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
২৩ জানুয়ারি জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ আর ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে মাশরাফির দল। ২৭ জানুয়ারি হবে ফাইনাল।
আর প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় টেস্ট।
১৫ ফেব্রুয়ারি ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টি। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেটে।