ভারত পাকিস্তানে ম্যাচ মানেই তুমুল উত্তেজনা। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান।এশিয়া কাপের বাছাইপর্বের আগামীকাল মাঠে নামছে এই দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।
চলুন এক নজরে দেখে নেয়া যাক ভারত পাকিস্তানের পরসংখ্যান –
* দুই দল এখন পর্যন্ত ১২৯ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের ৫২ ম্যাচের বিপরীতে পাকিস্তান ম্যাচ জিতেছে ৭৩টি।
* এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। ৫টি করে জয়-পরাজয় দুই দলের। ১টি ম্যাচে ফল বের হয়নি।
* দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। ৬৯টি ম্যাচ খেলেছেন মাস্টারব্লাস্টার।
* দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ দলীয় রান ৩৫৬। ভারত ৯ উইকেটে করেছিলেন এ রান। পাকিস্তানের সর্বোচ্চ রান ৩৪৪।
* সর্বোচ্চ রানের মতো সর্বনিম্ন রানও ভারতের, ৭৯। পাকিস্তানের সর্বনিম্ন রান ৮৭।
* দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২৪২৬ রান করেছেন শচীন টেন্ডুলকার। ইনজামাম-উল-হক রান করেছেন ২৪০৩।
* দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রান সাঈদ আনোয়ারের। ১৯৪ রান করেছিলেন বাঁহাতি ওপেনার।
* শচীন টেন্ডুলকার ও সালমান বাট ৫টি করে সেঞ্চুরি করেছিলেন।
* দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। ৬০টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
* ৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন আকিব জাভেদ। যা মুখোমুখি লড়াইয়ে সেরা বোলিং ফিগার।
* সোহেল তানভীর দুই দলের মুখোমুখিতে সবথেকে বাজে বোলিং উপহার দিয়েছেন। ১০ ওভারে ৮৭ রান দিয়ে নেন ১ উইকেট।
* দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক ক্যাচ নিয়েছেন আজহারউদ্দিন, ৪৪টি।
* মঈন খান সর্বাধিক ডিসমিসাল করেছেন, ৭১টি।