ফুটবল বিশ্বকাপ চার বছর পর পর ফুটবল প্রেমীদের কাছে আসে। তাই এই নিয়ে মাতামাতির শেষ নেই। পতাকা বানাও, সাপোর্ট কর, খেলা দেখ আরও কত কি। সারা বিশ্বেই চলে এই উম্মাদনা।
আমারা যারা ফুটবলকে ভালবাসি, জেনে নেই ফুটবল সম্পর্কিত কিছু প্রথম ঘটনা-
• ফুটবলে প্রথম বুট ব্যবহার করা হয়েছিল ১৫২৬ সালে।
• নারীরা প্রথম ফুটবল খেলেছিল ১৫৮০ সালে।
• প্রথম ফুটবলে গোলের ব্যবহার শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীর শেষের দিকে।
• নথিভুক্ত প্রথম ফুটবল ক্লাবের নাম Foot-Ball Club (১৮২৪-৪১) যা প্রতিষ্ঠিত হয়েছিল স্কটল্যান্ডের এডিনবার্গে।
• প্রথমদিকে ফুটবল তৈরি করা হত পশুদের মুত্রথলি দিয়ে বিশেষত শুকুরের মুত্রথলি দিয়ে।
• সর্বপ্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল ১৮৭০ সালের ৫ই মার্চ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে। যার ফলাফল ছিল ০-০।
• সর্বপ্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল ১৮৭২ সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে।যারও ফলাফল ছিল ০-০।
• ১৮৭৫ সালে সর্বপ্রথম ক্রসবারের আবির্ভাব হয়।
• ১৮৭৭ সালে সর্বপ্রথম ফুটবল খেলার দৈর্ঘ্য ৯০ মিনিট নির্ধারণ করা হয়।
• ১৮৯০ সালে সর্বপ্রথম গোলপোস্টে জাল ব্যবহার করা হয়।
• ১৮৯১ সালে সর্বপ্রথম পেলান্টি কিকের আবির্ভাব হয়।
• ১৯০৪ সালের ২১শে মে FIFA প্রতিষ্ঠিত হয়।
• প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল ১৩ই জুলাই ১৯৩০ সালে উরুগুয়েতে।
• প্রথম বিশ্বকাপ জিতেছে উরুগুয়ে।
• ফ্রান্সের Lucien Laurent বিশ্বকাপে সর্বপ্রথম গোল করার কৃতিত্ব অর্জন করেন মেক্সিকোর বিপক্ষে।