সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও সাবিলা নূর। ইতিমধ্যে তাদের এক হয়ে তারা অনেক নাটকে অভিনয় করেছেন।
এবার ‘পলায়ন বিদ্যা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন জোভান-সাবিলা। যা গত রবিবার রাতে সারা বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
ইফতেখার আহমেদ ওশিনের রচনা ও পরিচালনায় ছোট দৈর্ঘ্যের চলচ্চিত্রের শুরুটা হয়েছে সাবিলা নূরের বিয়ের রাত থেকে। যেদিন বাসা ভর্তি মানুষকে ফাঁকি দিয়েই বউয়ের সাজ নিয়েই ঘর ছাড়েন সাবিলা। কারণ নিচে তখন সিএনজি নিয়ে অপেক্ষা করছেন প্রেমিক জোভান। এভাবেই শুরু হয় জোভান-সাবিলার প্রেমময় ঘর পালানোর জার্নি। যদিও সেই জার্নি মাঝপথে থমকে যায়, রাতের আঁধারে গল্প এগুতে থাকে নতুন মোড়ের দিকে।