বৃহস্পতিবার ৬.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া। গত কয়েক বছরে এতো তীব্রতায় কম্পন টের পায়নি ক্যালিফোর্নিয়া।
তবে এই কম্পনে কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি। এই ভূমিকম্প বিস্তীর্ণ এলাকায় হয়, তবে কোনও ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি বলেই মনে করা হচ্ছে।
মূল কম্পনের পর কম করে ৪০টি আফটার শকের কথা জানতে পারা গিয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকটির তীব্রতা ৪.০ ম্যাগনিটিউড।
কিছুদিন আগেই, ৩০ জুন, ভূমিকম্প হয় ফিলিপিন্সে। ৫.০ ম্যাগনিটিউডে কেঁপে ওঠে পিন্টুইয়ান। কম্পনের গভীরতা ৪৮ কিলোমিটার বলে জানা যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি। গত মাসেই একের পর এক ভূমিকম্পে অনেকের প্রাণ গিয়েছে, অনেকে গৃহহীন হয়েছে ফিলিপিন্সে। পরবর্তীকালে এই ধরণের পরিস্থিতির হাত থেকে কিছুটা হলেও যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় সেই বিষয়েই জোর দিচ্ছে সরকার।
এর কিছুদিন আগেই ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়। কম্পনের তীব্রতা ৬.০ ম্যাগনিটিউড বলে জানায় ইন্দোনেশিয়ান গভর্মেন্ট এজেন্সি। ইন্দোনেশিয়ার পাপুয়াতে কম্পনের পরই জাপানে ভূমিকম্প হয়। জানা যায়, ইন্দোনেশিয়ায় পাপুয়ার আবেপুরাতে একটি কম্পন হয় এবং অপর একটি কম্পন অনুভূত হয় জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সুলাওয়েলসিতে। এদিকে মেটিরিওলজিক্যাল এজেন্সির রিপোর্ট জানায়, এদিন ভোরেই জাপানে ৫.৫ ম্যাগনিটিউড তীব্রতায় ভূমিকম্প হয়।