জ্বালানি তেলের পাইপলাইনে লিকেজের ফলে বিস্ফোরণে মেক্সিকোতে অন্তত ২০ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৫৪ জন। শুক্রবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ জানান, ‘লিক’ হওয়া জ্বালানি তেলের পাইপলাইন থেকে স্থানীয় কিছু লোক তেল চুরি করতে যায়। এসময় বিস্ফোরণে ২০ জন লোক পুড়ে মারা যায়।
ফায়াদ দেশটির স্থানীর এক টেলিভিশনকে জানায়, ওই বিস্ফোরণে ২০ জন লোক পুড়ে মারা গেছে এবং ৫৪ জন পুড়ে আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়ে হয়েছে।