ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো জয়া আহসান অভিনীত ও সৃজিত মূখার্জীর বহুল প্রশংসিত ছবি ‘এক যে ছিলো রাজা’।
শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে নয়া দিল্লির শাস্ত্রী ভবনে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে। যৌথভাবে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আয়ুষ্মান খুরানা ও ‘উরি’র জন্য ভিকি কৌশল। এছাড়া তামিল চলচ্চিত্র ‘মহানটি’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কীর্তি সুরেশ।
প্রত্যেক বছর এপ্রিলে ঘোষণা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৩ মে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে লোকসভা নির্বাচনের জন্য পিছিয়ে দেয়া হয়েছিলো।
১৯৫৪ সালে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সূচনা হয়। ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে অত্যন্ত সম্মানের বলে বিবেচিত এই পুরস্কার। শেখর কাপুর, গতবছর ফিচার ফিল্ম বিভাগের জুরি সদস্য নির্বাচিত হয়েছেন।
ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এক যে ছিল রাজা’ নির্মাণ করেছেন নির্মাতা সৃজিত মুখার্জী। গেল বছরের দুর্গা পূজায় ছবিটি মুক্তি পেয়েছে ভারতে। ‘এসভিএফ ফিল্মস’ এর ব্যানারে তৈরি হওয়া এই ছবির মূল চরিত্র রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় আছেন যিশু সেনগুপ্ত। ভাওয়াল রাজার বোনের চরিত্রে আছেন জয়া।