দুই ম্যাচ পর জয়ে ফিরেছে ইংলিশ জায়ান্ট চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টব্রুমউইচকে ৩-০ ব্যাবধানা হারিয়েছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। জোড়া গোল করেন এডেন হ্যাজার্ডের আর অন্য গোলটি করেন ভিক্টর মোজেস।
এদিন ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ওয়েস্টব্রুমকে আতিথিয়েতা জানায় চেলসি। যেখানে ম্যাচের ২৫ ও ৭১ মিনিটে দারুণ দুটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন বেলজিয়াম তারকা হ্যাজার্ড। মাঝে ৬৩ মিনিটে মোজেসের গোল বাড়তি সুবিধে দেয় স্বাগতিকদের।
এ জয়ে ২৭ ম্যাচে ১৬ জয়, ছয় হার ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে চেলসি।
এর আগে লিগে গত দুটি ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় চেলসি।