টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ।
আজ (সোমবার) হোবার্টে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। ২৭ বলে ৩৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন আফিফ।
জবাবে ব্যাটে করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের বোলিং তোপে পড়ে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ১৩৫ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।
৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তাসকিন আহমেদ।