ডিএমপি নিউজঃ ইউএস ওপেনে প্রত্যাশিত জয় পেয়েছে ফেবারিট ৩৩ বছর বয়সী সার্বিয়ান নোভাক জোকোভিচ। ১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে প্রথম রাউন্ডে সরাসরি সেটে হারিয়েছেন দামির জুমহুরকে। তিনি ৬-১, ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন দামির জুমহুরকে।
জোকোভিচের প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সান্ডার জেরেভ ও স্তেফানোস সিসিপাসও প্রথম রাউন্ডের বাধা উতরে গেছেন।
চোট আক্রান্ত নাওমি ওসাকা শেষ পর্যন্ত জয় নিয়ে কোর্ট ছেড়েছেন। প্রথম সেটে ৬-২ গেমে জয়ের পর স্বদেশি মিসাকি দোই ৫-৭ গেমে তাকে হারিয়ে দিয়েছিলেন। তবে বিপদ কাটিয়ে ওসাকা তৃতীয় সেট জিতে নেন ৬-২ গেমে।
এদিকে মেয়েদের এককে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের টিনএজ তারকা কোকো গাউফ। তাকে ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে হারিয়েছেন ৩১তম বাছাই আনসতাসিজা সেভাসতোভা।
এছাড়া দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ক্যারোলিনা প্লিসকোভা ও ষষ্ঠ বাছাই পেত্রা কেভিতোভাও।