সিনসিনাটি মাস্টার্সে অঘটনের দিনে প্রত্যাশিত জয় পেয়েছেন র্যাংকিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করা রাফায়েল নাদাল। রজার্স কাপে (কানাডিয়ান ওপেন) রজার ফেদেরারকে হারিয়ে শিরোপা জিতে উড়তে থাকা জার্মানির উঠতি তারকা আলেক্সান্ডার জারেভকে হারিয়ে দিয়েছেন ফ্রান্সেস তায়াফো।
ফ্রান্সের রিচার্ড গাসকুয়েটকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন ১৫ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ স্বদেশী আলবার্ট রামোস ভিনোলাস। অঘটনের শিকার জারেভ এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৬-৪, ৩-৬, ৪-৬ গেমে হার মানেন।
এদিকে, নারী এককে রাশিয়ান মাকারোভার বিপক্ষে (৪-৬, ৬-১, ৬-৭) জার্মান তারকা অ্যাঞ্জেলিক কেরবার ও অস্ট্রেলিয়ান তরুণী অ্যাশলেইগ বার্টির কাছে হেরে (৩-৬, ৬-২, ২-৬) দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস।