তরুণেরাই বর্তমানে উদ্ভাবনীমূলক সৃজনশীল উদ্যোগ গ্রহণ করছে। এই উদ্যোগকে স্বীকৃতি দিতে আবারো শুরু হয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’এর কার্যক্রম।
দেশের বিভিন্ন অঞ্চলের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ সফল তরুণদের সামাজিক উন্নয়নমূলক পদক্ষেপ, তরুণদের ব্যবসায়িক উদ্যোগ ও নতুন নতুন উদ্ভাবনসহ ইতিবাচক অবদানকে স্বীকৃতি দিতে আবারো শুরু হয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ এর কার্যক্রম।
এবারের আয়োজনে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন :http://youngbangla.org/member/member_award_form_final.php. নিবন্ধনের শেষ তারিখ ১৯ আগস্ট।