টঙ্গী নদী বন্দর টার্মিনাল হতে মাউসাইদ মৌজার রশিদ পর্যন্ত তুরাগ নদের উভয় তীরে ২৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
২৮ এপ্রিল ২০১৯ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চলে।
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, অভিযানে একটি সাত তলা, একটি পাঁচ তলা, একটি দোতালা ও সাতটি একতলা ভবন ভাঙা হয়।
এসময় ১০টি আধা পাকা ও পাঁচটি টিনশেডও ভাঙা হয় আর অবমুক্ত করা হয় এক একর তীরভূমি।
সোমবার সকাল ৯ টা থেকে মাউসাইদ মৌজার রশিদ অটো ব্রিকসের পর হতে তুরাগ নদের উভয় পাড়ে উচ্ছেদ অভিযান চলবে বলে জানান আরিফ উদ্দিন।
২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।