ওপেনার টম ল্যাথামের ম্যারাথন দ্বিশতরানের উপর ভর করে প্রথম টেস্টে জয়ের গন্ধ পাচেছ কিউয়িরা। ৬৯৪ মিনিট ক্রিজে থেকে ৪৮৯ বলে ল্যাথামের অপরাজিত ২৬৪ রান প্রথম ইনিংসে কিউয়িদের এগিয়ে রাখল ২৯৬ রানে। কিউয়ি ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় ল্যাথামের এই ইনিংস ষষ্ঠ স্থানে থাকলেও একক ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন এই কিউয়ি ওপেনার। ওপেন করতে নেমে অপরাজিত থেকে সর্বোচ্চ রানের ইনিংসটা সোমবার এল তাঁর ব্যাট থেকে।
শুধু তাই নয়। পাশাপাশি দ্বিতীয় কনিষ্ঠ কিউয়ি ব্যাটসম্যান হিসেবে আড়াইশো বা তার বেশি রানের নজির গড়লেন ল্যাথাম। শ্রীলঙ্কার ২৮২ রানের জবাবে ল্যাথামের অপরাজিত দ্বিশতরান প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে পৌঁছে দিল পাহাড় সমান ৫৭৮ রানে।