আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সৌম্যকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। ভারতের দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ দলের একাদশে সুযোগ পেয়েছেন এক বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা মোসাদ্দেক হোসেন। সাকিব আল হাসান তো আছেনই, মোসাদ্দেকসহ বাংলাদেশ দলে আছেন দুই অলরাউন্ডারকে। একাদশে থাকছেন পাঁচ ব্যাটসম্যান ও চার বিশেষজ্ঞ বোলার। তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে পারেন লিটন দাস।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও আবু জায়েদ।