ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই ম্যাচটিকে ঘিরে, যে দল জিতবে তারাই সিরিজ জয়ের উল্লাস করবে। কারণ সিরিজ এখন ১-১-এ সমতায় রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচের বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। উইনিং কিম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে লাল-সবুজের দল।
চলমান এই সিরেজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটের বড় ব্যবধানে জিতেছিল। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৬ রানে জিতে সমতায় ফিরে। এর আগে টেস্টে ২-০তে হোয়াইটওয়াশ করে এবং ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে কেমন করে সেটাই এখন দেখার।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, শেরফেন রাদারফোর্ড, কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমো পল, শেলডন কোটরেল, ওশানে টমাস।