বিশ্বকাপের ৩৫তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি।
ইংল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে যাচ্ছে শ্রীলংকা। ৬ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে এখন সাত নম্বরে থাকলেও প্রোটিয়াদের হারালে তারা উঠে যাবে পঞ্চম স্থানে। তাতে সেমিফাইনাল খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল হবে ।
দক্ষিণ আফ্রিকা অবশ্য সুবিধা করতে পারেনি এবারের বিশ্বকাপে। বাজে ব্যাটিং লাইনআপের সঙ্গে বোলিংটাও একেবারে যাচ্ছে-তাই। যে কারণে ৭ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে।
দক্ষিণ আফ্রিকা দল :
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ডেভিড মিলার, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ক্রিস মরিস, আন্দিলে ফেলুকায়ো, ইমরান তাহির, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।
শ্রীলংকা দল :
দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।