দুই বছর পর আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত। ২০১৬ সালে দেশের মাটিতে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এছাড়া আরও তিনটি টুর্নামেন্টের ফাইনালে হেরেছে টাইগাররা। আজ সেসব রেকর্ড বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। কলম্বোর আবহাওয়া আজ দারুণ। পরিস্কার আকাশ।
সেই ২০১৫ বিশ্বকাপ থেকেই বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই চরম উত্তেজনা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের আকস্মিক আগমনে গত শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। ঘটনাবহুল ওই ম্যাচে মাহমুদ উল্লাহ রিয়াদ ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুটি ম্যাচই হেরেছে টাইগারা। আজকের ম্যাচ জিতে এবার শেষটা রাঙিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর সবাই