অস্ট্রেলিয়া সিরিজসহ দুই সিরিজকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিকভাবে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (১০ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে শুরু হলো ফিটনেস ট্রেনিং।
দেশের বাইরে দীর্ঘ সফর শেষে বেশ লম্বা ছুটি কাটানোর পর আজ সোমবার থেকে শুরু হওয়া টাইগারদের এই ক্যাম্প চলবে দুই থেকে তিন সপ্তাহ। ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে প্রথম পর্বে শুধু ফিটনেস ট্রেনিং হচ্ছে। ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের নেতৃত্বে ফিটনেস ট্রেনিং করেছেন মাশরাফি, মুশফিক, সাকিবরা। তবে কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে অনুপস্থিত ছিলেন তামিম ইকবাল, রুবেল হোসেন ও বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকা এনামুল হক, লিটন দাস, আবুল হাসান, তানভীর হায়দার ও সাইফউদ্দিন। ট্রেনার মারিও ভিল্লাভারায়েন জানিয়েছেন, আমরা দীর্ঘদিন পর ফিটনেস ক্যাম্প করছি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে আমরা টানা আট মাস ক্রিকেট খেলেছি। ক্রিকেটারদেরফিটনেস কোন পর্যায়ে আছে তা দেখার একটা ভালো সুযোগ এসেছে এবং সেই মোতাবেক কাজ করে তাদের দূর্বলতাগুলোকে ছেঁটে ফেলার ভালো সময় পেয়েছি।
আগামী ছয় সপ্তাহ আমরা ফিটনেস নিয়ে কাজ করবো। ক্রিকেটাররা নিজেদের ফিটনেস আপ টু মার্ক রাখতে আগের থেকে এখন কঠোর পরিশ্রম করছেন বলেও জানান তিনি।