ডিএমপি নিউজঃ যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘টাইম’ ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন সদ্য ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। এই খেতাব অর্জন করতে তিনি পেছনে ফেলেছেন এরলিং হ্যাল্যান্ড ও নোভাক জোকোভিচকে।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ।
বিশ্বকাপ জয় এবং পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর লিগ কাপ জেতানোর ফল হিসেবে তিনি এ পুরস্কার পেলেন।
মেসি ২০২৩ সালের জুলাই মাসে মায়ামিতে যোগ দিয়ে বদলে দেন ক্লাবটিকে। তার আগমনে উজ্জীবিত হয়ে দলটি প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়ে।
আর্জেন্টাইন অধিনায়কের আগমনে এমএলএস’র আলোড়ন তৈরি হয়। তাতে করে যুক্তরাষ্ট্রে ফুটবল খেলার প্রতি আলাদা আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়।
লিওনেল মেসির আগে ২০২২ সালে বেসবল খেলোয়াড় অ্যারন জাজ, ২০২১ সালে জিমন্যাস্ট সিমন বাইলস ও ২০২০ সালে বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস টাইমসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।