আরব ধনী দেশ কাতার টানা দ্বিতীয়বারের মত ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। ক্লাব বিশ্বকাপের এই আসরটি কাতারের তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
করোনা মহামারীর কারণে চলতি বছরের শুরুতেই টুর্নামেন্টটি বাতিল করা হয়েছিল। শঙ্কা জেগেছিল ২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপ এর ভবিষৎ নিয়েও। তবে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
উল্লেখ্য, তিনটি স্টেডিয়াম হল খলিফা ইন্টারন্যাশনাল, এডুকেশন সিটি ও আহমাদ বিন আলি।