পাকিস্তানের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি ম্যাচ জেতে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আজকের অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে পাকিস্তান। মোহাম্মদ হাফিজ খেলেন ৯৯ রানের দুর্দান্ত এক ইনিংস। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তাদের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জড় তোলেন মার্টিন গাপটিল। ২২ রান করে তিনি ফিরে গেলে বাকি কাজ সারেন কেন উইলিয়ামসন ও শেইফার্ট। তাদের অবিছিন্ন জুটিতেই এত বড় জয় পায় তারা। শেইফার্ট করেন ৮৪ রান আর উইলিয়ামসন করেন ৫৭ রান।
উল্লেখ্য, ১ম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছিল নিউজিল্যান্ড।