পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমরো শুক্রবার জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার পর তার ফুসফুসে টিউমার ধরা পড়েছে।
মানবাধিকার লংঘনের দায়ে ২৫ বছরের সাজা ভোগকালে ডিসেম্বর মাসে তিনি ক্ষমা পান। খবর এএফপি’র।
ক্যান্সার রোগের জন্য বিশেষায়িত একটি স্বাস্থ্য কেন্দ্রের বরাত দিয়ে স্থানীয় এন নিউজ চ্যানেলকে তিনি বলেন, ‘চিকিৎসকরা আমার ফুসফুসে একটি ছোট্ট টিউমার সনাক্ত করেছেন। এজন্যই আমি আইএনইএন এ এসেছি।’
৭৯ বছর বয়সী সাবেক স্বৈরশাসক বলেন, ‘এটা স্বস্তির কথা যে টিউমারটি সাধারণ।’
কিন্তু চার মাস পর পর পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে যেতে হবে।