এটিএন বাংলায় নাটক ‘রসু চোর’
এটিএন বাংলায় আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘রসু চোর’। বৃন্দাবন দাসের রচনায় কমেডি প্রধান এই নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শাহনাজ খুশি, প্রাণ রায় প্রমুখ। রসু গ্রামের একজন নামকরা সিঁধেল চোর। এক সময় প্রতি রাতেই ব্যস্ততার মধ্যে কাটলেও এখন তার এই সিঁধেল চুরি এখন বিলুপ্তির পথে। এই নিয়ে তার আক্ষেপের শেষ নেই। সে এই পেশাকে শিল্প মনে করে। চোর হিসেবে রসু মার্কামারা হওয়ার কারণে গ্রামের ভিতরে যে কোনো চুরি হলেই গ্রামের মোড়ল কাশু মাতব্বর বিচারে রসুকে জুতার বাড়ি দেয়। আর এই জুতা মারার দায়িত্বে থাকে গ্রামের যুবক হাসু। অন্য দিকে হাসু কাশু মাতব্বরের একমাত্র মেয়েকে পছন্দ করে। তাই অনিচ্ছা সত্ত্বেও সে এই দায়িত্ব পালন করে আসছে। গ্রামের আর এক যুবক মনা ৭ বছর আগে চুরির দায়ে জুতার বাড়ি খেয়ে গ্রাম ছাড়া হয়। অনেকদিন পর সে আবার গ্রামে ফিরে আসে। এত বছর পর কেন সে আবার গ্রামে ফিরে আসে? অন্যদিকে রসুর বউ স্বামীর এই চুরির পেশা ছাড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে। এই নিয়ে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।
চ্যানেল আইতে টেলিফিল্ম ‘প্রতিপক্ষ’
চ্যানেল আইতে আজ বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রতিপক্ষ’। রচনা ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয়ে তৌকীর আহমেদ, আরমান পারভেজ মুরাদ, আহসান হাবিব ভাবনা, মৌসুমী নাগ, রাজিব সালেহীন প্রমুখ। তিনটি গোলাপ ফুল দিয়ে নিছার উদ্দিন একটি বিয়ে বাড়ির সেটে এসে পৌঁছায়। একজন জিজ্ঞাসা করে আপনি কোন পক্ষ। নিছার বলে প্রতিপক্ষ। আজ মিতুর বিয়ে। নিছার তার প্রেমিক। ভালো পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে অভিভাবকরা, মিতুও রাজি। মিতুর মামা দ্রুত এগিয়ে আসেন। কী ব্যাপার নিছার এখানে কেন, আসো ভিতরে আসো। এক ছেলে বলে, মামা ঝামেলা করবে মনে হয়। মামা নিছারকে নিয়ে যান ভিতরে, হলরুমে খাওয়া-দাওয়া চলছে। মামা তাকে ভিআইপি আদরে খাওয়া-দাওয়া করান। বলেন, পুরনো কথা ভুলে যেতে, হায়াত মউত আর বিয়ে আল্লাহর হাতে। যেহেতু আল্লাহ চাননি তাদের বিয়ে হোক, এখন দুজনেরই কর্তব্য সুখী হওয়ার চেষ্টা করা। আসো মিতুকে শুভেচ্ছা দিয়ে যাও। নিছার স্টেজের দিকে এগিয়ে যায়। তিনটি গোলাপ তার হাতে, মিতু সুখী হও। নিছার বলে তিনটি গোলাপের মানে তো জানো? তখন একটি করে গোলাপ দেয়। জামাই অবাক তাকিয়ে থাকে। মামা বলেন, আসো নিছার, তোমাকে একটা ম্যাজিক পান খাওয়ায়, ফাইভ স্টার পান। রাস্তা দিয়ে একাকী হেঁটে যায় নিছার হঠাৎ তাকে ঘিরে ধরে দুজন ছিনতাইকারী একজনের হাতে ছুরি আর একজনের হাতে পিস্তল। নিছার এর টাকা পয়সা সব নিয়ে নেয় তারা। যাওয়ার সময় পিস্তলটা তাকে দিয়ে যায়। খেলনা পিস্তল। বলে এত ভয় পেলে তো জীবন চলে না। মিয়া সাহস রাখেন। নিছার পিস্তলটা নিয়ে চলে আসে। অফিসে এসে বসের তিরস্কার সহ্য করতে পারে না। একপর্যায়ে খেলনা পিস্তলটা বের করে। সবাই ভয় পেয়ে যায়। তার বাড়িতে পুলিশ আসে এবং সার্চ করে পিস্তল পায়…। নিছারকে নিয়ে যায় থানায়…। এমন অনেক কিছু ঘটতে থাকে নিছারের জীবনে। শেষ পর্যন্ত নিছারের ভাগ্যে কী ঘটেছে সেটি দেখা যাবে টেলিফিল্মটি চ্যানেল আইতে উপভোগের মাধ্যমে।
এনটিভিতে টেলিফিল্ম ‘আমারও একটা প্রেমকাহিনী আছে’
এনটিভিতে আজ দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘আমারও একটা প্রেমকাহিনী আছে’। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয়ে আছেন তিশা, ইরফান সাজ্জাদ, সিয়াম, আনিসুল হক, সাবেরী আলম প্রমুখ। ‘লেখকের সঙ্গে ইভার যোগাযোগ হয় হঠাৎ করেই। ইভা লেখককে চিনতে পেরে কথাচ্ছলেই বলে, আমারও কিন্তু একটা প্রেমের গল্প আছে। সেমিনারে যোগ দিতে আসা লেখকের হাতে সময় ছিল, কাজেই লেখকের আগ্রহেই ইভা গল্প বলতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত ইভা পুরো গল্পটা শেষ করে না। লেখক জানতে চায়, তারপর? ইভা এর পরের গল্প লেখককে ভেবে নিতে বলে। লেখক ইভার কাছ থেকে বিদায় নেয়ার সময় বলে, গল্প শেষ করতে নেই। আরব্য রজনীর শেহের জানের উদাহরণ টানেন। পেছন ফিরে তাকাতেই লেখক দেখেন ইভার চোখে অশ্রু বিন্দু।’
আরটিভিতে নাটক ‘স্মার্ট বয় মালয়েশিয়া’
ঘুরতে ঘুরতে এবার মালয়েশিয়া গেছেন স্মার্টবয় মোশাররফ। নিজেকে স্মার্ট দাবি করলেও তার পোশাকে কিংবা আচরণে সেটা ফুটে উঠে না। বিদেশে ফুফুর বাসা খুঁজতে গিয়ে পড়েন একের পর এক ঝামেলায়। এ রকম কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘স্মার্টবয় মালয়েশিয়া’। আরটিভিতে আজ সন্ধ্যা ৬টায় প্রচার হবে এর ষষ্ঠ পর্ব। রচনায় শামীম জামান ও ফজলুল সেলিম আর পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, ফারুক আহমেদ, সাজু খাদেম, তারিক স্বপন, নাবিলা ইসলাম, জয়রাজ, রোবেনা রেজা জুই, শামীম জামান প্রমুখ।
বাংলাভিশনে গানের বিশেষ আয়োজন ‘পাল উড়াইয়া দে’
জনপ্রিয় ভাটিয়ালি ও ভাওয়াইয়া গানের বিশেষ আয়োজন ‘পাল উড়াইয়া দে’ প্রচার হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন পুতুল, বিউটি, লিজা ও ঐশী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পুতুল। ‘পাল উড়াইয়া দে’ বাংলাভিশনে প্রচার হবে আজ বিকাল ৪টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।
মাছরাঙা টেলিভিশনে নাটক ‘সম্পর্কের জাল’
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সম্পর্কের জাল’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক, মিলা প্রমুখ। পরিচালক মুরাদ তার অভিনেত্রী স্ত্রী লুনাকে সবসময় চরিত্রের গভীরে প্রবেশ করে অভিনয় করার পরামর্শ দেন। কিন্তু লুনা যখন সজলের সঙ্গে প্রেমের দৃশ্যে, চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করে তখন মুরাদের সংশয় তৈরি হয়। এই সংশয় লুনা ও মুরাদের সংসার জীবনে সংকট তৈরি করে। লুনা বিরক্ত হয় সেটে মুরাদের খারাপ ব্যবহারে। অন্যদিকে হিরো সজল মুরাদের সেটে অভিনয় করতে এসে লুনাকে প্রেমের ফাঁদে ফেলতে চাইলে, পারসোনাল আর প্রফেশনাল সম্পর্ক নিয়ে বিশাল সংকট তৈরি হয়। যার ফলে কাজ বন্ধ হয়ে যায়। সজল চলে যাওয়ার সময় লুনাকে তার ব্যক্তিগত সংকট আরো একটু উস্কে দিয়ে যায়। নাটকের সংকট পরিবার পর্যন্ত গড়ায় এবং সবকিছু শেষ হয় আরো নাটকীয়ভাবে।
দেশ টিভিতে নাটক ‘বিশেষ চরিত্রে ভিলেন’
দেশ টিভিতে আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বিশেষ চরিত্র ভিলেন’। এর মধ্য দিয়ে তারিক আনাম খান, কাজী নওশাবা আহমেদ ও ইমন প্রথম একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন মনজুরুল আলম। নাটকের মধ্যে সিনেমার গল্প থাকছে। মূলত একদিন হঠাৎ খলিল উদ্দিনকে ফোন করে ‘বিদ্রোহী মনসুর’ ছবিতে গডফাদারের ভূমিকায় কাজের প্রস্তাব দেন পরিচালক। এরপর অভিনয়ের জন্য রীতিমতো অনুশীলন শুরু করেন তিনি। এফডিসিতেও যান শুটিং করতে। ভিলেনের বেশভূষা নিয়ে অপেক্ষায় থাকেন। কিন্তু তার দৃশ্য আর শুরু হয় না। কারণ খলিল উদ্দিনের সহশিল্পী এ সময়ের জনপ্রিয় হিরো জিমি খান। সেটে কাউকে তোয়াক্কা করে না সে। এখানে এই জিমি খানের চরিত্রে আমি অভিনয় করেছেন ইমন। খলিল উদ্দিন চরিত্রে তারিক আনাম খান অভিনয় করেছেন। পরিচালক সেলিম বাহার হিসেবে সুমন পাটোয়ারী এবং চিত্রনায়িকা রূপে দেখা যাবে কাজী নওশাবা আহমেদকে। এছাড়া আছেন খল অভিনেতা ডন, শেলী আহসান ও জয়নাল জ্যাক প্রমুখ অভিনয় করেছেন এ নাটকে।