শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু ইনজুরির কারণে বর্তমানে তিনি দলের বাইরে আছেন। আর এ কারণেই টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেন রিয়াদ। এবার তিনি টি-টুয়েন্টির দায়িত্বও পেলেন।