আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের জন্য ২০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। পুরো টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন ১৬ জন আম্পায়ার। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন।
আসরে ভিন্ন ভিন্ন ম্যাচ পরিচালনায় ১৬জন আম্পায়ারা হলেন- আদ্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, এহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, কুমার ধর্মসেনা, ল্যাংটন রুজেরে, মারাইস এরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন, পল রেইফেল, পল উইলসন, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটলবরো এবং রডনি টাকার।
ম্যাচ রেফারির তালিকায় আছেন- ডেভিড বুন, অ্যান্ডু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড ও রঞ্জন মাদুগালে। তথ্যসূত্রঃঅনলাইন