চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৬৭ রানের দারুণ একটি ইনিংস খেলেন রোহিত শর্মা। এই ইনিংসটি খেলতে তিনটি ছক্কা হাঁকান ভারতীয় ওপেনার। আর এতেই দারুণ একটি রেকর্ড গড়েছেন তিনি। ক্রিস গেইলকে টপকে টি-টোয়েন্টিতে ‘ছক্কার রাজা’ হয়ে গেলেন রোহিত শর্মা।
গতকাল রোববার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্রিস গেইলকে টপকে রেকর্ড গড়লেন রোহিত শর্মা। তিনটি ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়াল ১০৭।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে দুটি ছক্কা মেরে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে (১০৩) টপকে যান রোহিত। ক্রিস গেইলের ছক্কার সংখ্যা ১০৫টি।
ম্যাচের ১১তম ওভারে সুনীল নারিনরকে ডিপ মিডউইকেটে ছক্কা মেরে গেইলকে টপকে যান রোহিত শর্মা। কেরিয়ারের ৯৬তম ম্যাচে এই রেকর্ড গড়লেন রোহিত।
এদিকে বৃষ্টি আইনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ২২ রানে হারিয়েছেন কোহলিরা। তাই তিন ম্যাচের এই সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জয় পেয়েছে ভারত।