বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে নামার আগে মাইলফলক থেকে ৪ রান পেছনে ছিলেন মাহমুদউল্লাহ। এই ম্যাচে সেই রান তুলে হাজারি ক্লাবে প্রবেশ করতে সক্ষম হন তিনি।
সব মিলিয়ে মাহমুদউল্লাহ মাঠে নেমেছেন ৬৭টি টি-টোয়েন্টিতে। ১১৯.৮১ স্ট্রাইক রেটে গত ম্যাচের জয়ের নায়কের সংগ্রহ ১,০১৬ রান। তিনটি অর্ধশতকের পাশাপাশি মাহমুদউল্লাহ অপরাজিত হয়ে মাঠ ছেড়েছেন ১২বার।
তামিম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সংগ্রহ করেছেন ১,৩৮৫ রান । বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সংগ্রহ ১,২৩৭ রান। এই ম্যাচে মাইলফলক ছুঁয়ে মাহমুদউল্লাহ তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও। গত ম্যাচেই এক হাজার রান সংগ্রহ করা মুশফিকের সংগ্রহ ১,০১২ রান।