ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলের বাইরে ছিলেন এই তরুণ বাঁহাতি পেসার।
আগামী ৩১ জুলাই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি- টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। পরে ৪ ও ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সিরিজের দ্বিতীয়, তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী ও আরিফুল হক।