ডিএমপি নিউজঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-২০ ও ওয়ানডে সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টি-২০ জন্য ১৪ ও ওয়ানডের জন্য ১৩ সদস্যের দল ঘোষনা করে ইসিবি।
টি-২০ ও ওয়ানডে দুই ফরম্যাটে ফিরেছেন উইকেটরক্ষক জশ বাটলার, জোফরা আর্চার ও মার্ক উড। দু’স্কোয়াডের কোনটিতেই জায়গা হয়নি ওপেনার জেসন রয়ের।
ইংল্যান্ডের জাতীয় নির্বাচক এড স্মিথ বলেন, ‘একাদশের কথা ভেবে টি-২০ দল সাজানো হয়েছ। সদ্য টেস্ট নিয়ে ব্যস্ত ছিলেন রুট। তাই তাকে একটি ফরম্যাটের দলে নেয়া হয়নি। তার উপর চাপ সৃষ্টি করতে চাইনি আমরা। তবে রুটের জন্য এখনো দরজা বন্ধ হয়নি।’
আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ ও ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
ইংল্যান্ড টি-২০ দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারেস্ট, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জশ বাটলার, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ ও মার্ক উড।
রিজার্ভ : লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ।
ইংল্যান্ড ওয়ানডে দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারেস্ট, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, জো রুট, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড।
রিজার্ভ : জো ডেনলি, সাকিব মাহমুদ।