মারণ করোনার জের। সম্ভবত পিছিয়ে যেতে চলেছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৃহস্পতিবার আইসিসি-র গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং-এ মেগা টুর্নামেন্ট দু’বছর পিছিয়ে যাওয়ার ব্যাপারে সিলমোহর পড়তে পারে। এই খবর একেবারেই ঠিক নয়, তা বিবৃতি দিয়ে জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
আইসিসি জানিয়েছে, ICC Men’s T20 World Cup 2020 স্থগিত হওয়ার খবর ভুল। আমরা এখনও পর্যন্ত পরিকল্পনা করে চলেছি সময়েই বিশ্বকাপ আয়োজন করতে , তবে কোভিড-১৯ এর জন্য এবং সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই বার বার পরিস্থিতি বদল হচ্ছে, সেকথাও মাথায় রাখা প্রয়োজন সকলের।
চলতি বছরে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। মারণ ভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া সরকার মিলিতভাবে।