একে অন্যকে পেটানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ওবামা প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে এ হুমকি দেন।
ট্রাম্প তার টুইটে লেখেন, শারীরিক ও মানসিক দুদিক থেকেই জো আসলে দুর্বল। তারপরও সে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ভয় দেখিয়েছে। ভয় দেখাতে নিষেধ করে উল্টো দেখে নেয়ার হুমকি দেন তিনি।
মায়ামিতে যৌন নিপীড়নবিরোধী এক র্যালিতে অংশ নিয়ে মেয়েদের সম্পর্কে ট্রাম্পের করা আপত্তিকর মন্তব্যের সমালোচনা করেন জো বাইডেন। একইসঙ্গে হাইস্কুলের ছাত্র হলে ট্রাম্পকে পিটিয়ে তুলোধুনো করতেন বলেও মন্তব্য করেন তিনি।