পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও সবচেয়ে কম বয়সী নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই শুক্রবার স্কুলজীবন শেষ করেছেন। আর এদিনই মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন।
শুক্রবার টুইটারে মালালা নিজেই জানিয়েছেন সেই কথা। তার প্রথম বার্তা ‘হাই, টুইটার’। দ্বিতীয় বার্তায় তিনি লিখলেন, ‘আজ আমার স্কুলজীবনের শেষ দিন,আর টুইটারে আমার প্রথম দিন।’
টুইটারে যোগ দেওয়ার ১৮ মিনিটের মধ্যেই মালালার অনুসারী চার লাখ ১৯ হাজারে পৌঁছায়। অনুসারীদের অনেকেই তাকে ফিরতি বার্তায় স্বাগত জানান।
১৯ বছর বয়সী মালালা বর্তমানে বিশ্বের সব মেয়েশিশুর স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে মনোযোগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছেন।
তালেবানের বাধার পরেও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে মালালাকে পাকিস্তানে গুলি করে জঙ্গিরা। তবে প্রাণে বেঁচে যান তখনকার কিশোরী মালালা। এরপর তার চিকিৎসা হয় যুক্তরাজ্যে। আর সেখানে থেকে স্কুল জীবন শেষ করলেন মালালা।