ডিএমপি নিউজ: ডিএমপির নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আজ রবিবার (৩০ অক্টোবর ২০২২ খ্রি.) সকাল ১০:২০ ঘটিকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সেখানে ফাতেহা পাঠ করেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার। এরপর তিনি মোনাজাতে অংশ নেন। পরবর্তীতে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম ডিএমপির ৩৫তম পুলিশ কমিশনার হিসেবে ২৯ অক্টোবর ২০২২ খ্রি. যোগদান করেন।