এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। জানা যায়, ক্রোয়েশিয়া থেকে নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে ফিরে সোমবার করোনা পরীক্ষা করিয়েছিলেন জোকোভিচ। সেই রিপোর্টই আজ পজিটিভ এসেছে।
প্রসঙ্গত, বেলগ্রেডে জোকোভিচের আয়োজিত প্রদর্শনী টুর্নামেন্ট নিয়ে ইতোমধ্যেই তোলপাড় টেনিস বিশ্ব। কারণ, সেখানে খেলতে আসা খেলোয়াড় ও কোচিং সদস্যরা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন ওই টুর্নামেন্টে অংশ নিতে আসা বুলগেরিয়ার তারকা গ্রিগর দিমিত্রভ এবং বোর্না চোরিচ। এমন অবস্থায় জোকোভিচ নিজেও করোনা আক্রান্ত হতে পারেন কিনা, সেই আশঙ্কা দেখা দিয়েছিল।
বিবৃতিতে জোকার জানিয়েছেন, ‘বেলগ্রেডে ফেরার পর পরই আমরা পরীক্ষা করিয়েছিলাম। আমার রেজাল্ট পজিটিভ এসেছে। জেলেনার রিপোর্টও একই এসেছে। তবে আমাদের সন্তানদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আগামী ১৪ দিন সেলফ আইসোলেশনে থাকবো। ৫ দিন বাদে ফের পরীক্ষা করাব।’
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন জোকোভিচের ফিটনেস কোচ মার্কো পানিচি। ঝুঁকি নিয়ে বেলগ্রেডে টেনিস টুর্নামেন্টের আয়োজনের জন্য জোকোভিচের সমালোচনা করেছিলেন অনেকেই।
প্রসঙ্গত, মাস্ক ছাড়া অনেক দর্শককে দেখা গিয়েছিল জোকারের এই টেনিস টুর্নামেন্টে। শুধু তাই নয়, ম্যাচ শেষে খেলোয়াড়দের একে অপরকে আলিঙ্গন করতেও দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল, ম্যাচ শেষে রাতে নাইট ক্লাবেও গিয়েছিলেন খেলোয়াড়রা। জোকোভিচের পাশাপাশি ডমিনিক থিম এবং আলেকজান্ডার জেরেভদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও তার রিপোর্ট এখনও আসেনি।