সদ্য হালনাগাদে ৩ রেটিং পয়েন্ট উন্নতি হয়েছে বাংলাদেশের। এর আগে টি-টোয়েন্টিতে ৪ রেটিং বেড়েছিল বাংলাদেশের। রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছে টাইগাররা। ৬৯ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে রয়েছে মুশফিকুর রহিমের দল।
র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছে ভারত। ১ রেটিং পয়েন্ট বেড়ে তাদের বর্তমান পয়েন্ট ১২৩। বার্ষিক হালনাগাদে সবচেয়ে বেশি লাভবান হয়েছে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার। ৮ রেটিং পয়েন্ট বেড়ে ১০৯ থেকে ১১৭-এ পৌঁছেছে প্রোটিয়ারা।
অন্যদিকে সমানসংখ্যক রেটিং পয়েন্ট কমেছে তিনে থাকা অস্ট্রেলিয়ার। ১০৮ থেকে তাদের রেটিং পয়েন্ট এখন ১০০। পাঁচে থাকা নিউজিল্যান্ডের ১ রেটিং পয়েন্ট বাড়লেও ২ পয়েন্ট কমেছে ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য টেস্ট সিরিজ জেতা পাকিস্তানেরও কপাল পুড়েছে। ৯৭ থেকে ৪ পয়েন্ট কমে তাদের পয়েন্ট এখন ৯৩।
শ্রীলঙ্কার ১, ওয়েস্ট ইন্ডিজের ৫ ও বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৩। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে জিম্বাবুয়ের। টেস্ট র্যাঙ্কিংয়ে তলানির দলটির হালনাগাদের আগে রেটিং পয়েন্ট ছিল ৫। সেই পয়েন্টও হারিয়েছে তারা। জিম্বাবুয়ের নামের পাশে রেটিং পয়েন্ট এখন শূন্য।