এবার ওয়ানডে ক্রিকেটেও নাম্বার ওয়ান ভারত। সেঞ্চুরিয়ানে ভারতের বিরাট জয়ের পরই বিরাট ব্রিগেড পৌঁছে গেল ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে। ভারতের সঙ্গে একই রেটিং পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছে ম্যান্ডেলার দেশও।
ভারত এবং দক্ষিণ আফ্রিকা- দুই দলই এখন ১২০ রেটিং পয়েন্টে দাঁড়িয়ে। ১১৬ রেটিং নিয়ে তিন নম্বর স্থানে আছে জো রুটের ইংল্যান্ড। চার নম্বরে আছে নিউ জিল্যান্ড (রেটিং ১১২)। সদ্য অ্যাসেজ জয়ী অস্ট্রেলিয়া এই তালিকায় রয়েছে পাঁচ নম্বরে, রেটিং ১১২।
উল্লেখ্য, সেঞ্চুরিয়ানে বিরাট জয়ের পরই নিজেদের লক্ষ্যে আরও এক কদম এগিয়ে গেল ‘মেন ইন ব্লু’। বছরখানেক আগে মিশন ১-১-১, ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ স্থানাধিকারের যে লক্ষ্য বিরাটরা নিয়েছিলেন, সেই লক্ষ্যের দিকে আরও এক কদম এগোল ভারতীয় দল।
টেস্টে ভারত ধারাবাহিক ভাবে শীর্ষে। এবার একদিনের আন্তর্জাতিকেও এক নম্বর উঠল ভারতীয় দল। এবার বাকি কেবল টি-টোয়েন্টি। ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাটে ভারত এখন তিন নম্বরে। ভারতীয় দলের আগে আছে নিউ জিল্যান্ড এবং পাকিস্তান।