৩৫ রান তুলে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়লেন বোলার বুমরাহ। ৩৫ রারেন মধ্যে বুমরাহর ২৯ রান, অতিরিক্ত রান ৬।
ইংল্যান্ডের বিপক্ষে এডজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন স্টুয়ার্ট ব্রডের এক ওভারে এই রেকর্ড গড়েন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ২৮ রান করে এর আগে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটি ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার।
৯৮ রানে ৫ উইকেট হারালেও পান্থ এর বিধ্বংসী ১৪৬ রান ও রবীন্দ্র জাদেজার ১০৪ রানের উপর ভর করে ভারতের প্রথম ইনিংসে থামে ৪১৬ রানে।