হায়দরাবাদ টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৭২ রানের। কোন উইকেট না হারিয়ে ভারত (৭৫) পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। ভারতীয় দুই ওপেনার পৃথ্বী শ ৩৩ এবং লোকেশ রাহুল সমান ৩৩ রান করে অপরাজিত থাকেন । এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০তে সফরকারীদের হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা । তিন দিনেই শেষ হয়ে যায় দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টও তিন দিনে জিতেছিল ভারত।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১২৭ রানে। ৪৬.১ ওভারেই থেমে যায় তাদের প্রতিরোধ। স্বাগতিক পেসার উমেশ যাদবই ধসিয়ে দেন হোল্ডারদের। প্রথম ইনিংসে ৮৮ রানে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি ৪৫ রানে নেন চার উইকেট। সবমিলিয়ে ম্যাচে ১০ উইকেট তার। ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুই উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। এক উইকেট কুলদীপ যাদবের।
সুনীল অ্যামব্রিস (৩৮), শাই হোপ (২৮) ছাড়া ক্যারিবীয় কোনও ব্যাটসম্যানই কুড়ির ঘর ছাড়াতে পারেননি।
রোববার সকালে ৫৬ রানের লিড পেয়েছিল বিরাট কোহলির ভারত। চার উইকেটে ৩০৮ রান নিয়ে শুরু করে ঋষভ পান্ট ও আজিঙ্কা রাহানে। দু’জনেই সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। অসমাপ্ত পঞ্চম উইকেটে তারা দেড়শোর বেশি রান যোগও করে ফেলেছিলেন। রাহানে ৮০ ও পান্ট আউট হন ৯২ রানে।
পরে রবীন্দ্র জাডেজা (০), কুলদীপ যাদব (৬) পরপর ফেরায় লম্বা হয়নি ভারতের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩১১ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হয় ৩৬৭ রানে।
২৩-৫-৫৬-৫ এই পরিসংখ্যানে সেরা বোলার ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাট হাতেও ৫২ রান করেছিলেন তিনি।