অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্টএলিজাবেথ টেস্টে ১১টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।এরপরই আইসিসি টেস্ট বোলার র্যাংঙ্কিংয়ে সেরা অবস্থানটি দখল করে নিয়েছেন তিনি।তাছাড়া তার ক্যারিয়ারে প্রথমবারের মতো রেটিং পয়েন্ট ৯০০ ছাড়িয়েছে।
বর্তমানে ৯০২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি খেলোয়াড় র্যাংঙ্কিংয়ে টেস্ট ফরম্যাটে সেরা বোলারের জায়গাটি দখল করে রেখেছেন কাগিসো রাবাদা। ৮৮৭ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ৮৪৪ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।
সাদা পোশাকের ক্রিকেটে অলরাউন্ডারদের মধ্যে সেরা জায়গাটি দখল করে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪২১। ৩৯১ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রবীন্দ্র জাদেজা। ৩৬৮ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
গতকাল শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে ছয় উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে ১৫০ রান দিয়ে ১১টি উইকেট নেন কাগিসো রাবাদা।