টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান ক্লাবের সদস্য হলেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। চলমান কলম্বো টেস্টে শ্রীলংকার বিপক্ষে নিজের ৫০তম টেস্টে ১৩তম সেঞ্চুরির স্বাদ পাওয়া ইনিংসে নতুন এ ক্লাবের সদস্য হলেন পূজারা।
টেস্ট ক্যারিয়ারের নিজের ৮৪তম ইনিংসে দিন শেষে ১২৮ রানে অপরাজিত চেতেশ্বর পূজারা।
টেস্ট ক্রিকেটে দ্রুত ৪’হাজার রান স্পর্শ করার পথে ভারতের হয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন পূজারা। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নিজের ৮৪তম ইনিংসে ৪’হাজার রান পূর্ণ করেছিলেন দ্রাবিড়। আর এবার ৮৪তম ইনিংসে চার হাজার রান পূর্ণ করে দ্রাবিড়ের পাশে নাম লেখালেন পূজারা।
এই তালিকায় শীর্ষে আছেন ভারতের সুনীল গাভাস্কার ও বিরেন্দার শেবাগ। দু’জনই ৮১তম ইনিংসে ৪’হাজার রান পূর্ণ করেন।