ডিএমপি নিউজঃ ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর সংস্করণ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবেন তিনি।
দু প্লেসি বলেন, মনে হয়েছে নতুন অধ্যায় শুরু করতে এটাই সঠিক সময়। নিজের দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে পারাটা ছিল গর্বের বিষয়। কিন্তু টেস্টকে বিদায় বলার সময় হয়ে গেছে।
২০১২ সালে রাজকীয় সংস্করণে অভিষেক হয় তার। দক্ষিণ আফ্রিকা দলকে ৩৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। প্রোটিয়াদের জার্সিতে ৬৯ টেস্ট খেলা দু প্লেসিসের রয়েছে ১০টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি।