দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি গান্ধী-ম্যান্ডেলা সিরিজের তৃতীয় টেস্টে অনবদ্য এক বিশ্বরেকর্ড গড়েন ভারতের সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে৷ এমন এক নজির, যার সঙ্গে শুধু তিনি একা জড়িত নন, ক্রিজের অপর প্রান্তের তাঁর ব্যাটিং পার্টনাররাও জড়িয়ে রয়েছেন৷
রাঁচিতে রোহিত শর্মার সঙ্গে চতুর্থ উইকেটের জুটিতে ২৬৭ রানের পার্টনারশিপ গড়েন রাহানে৷ এটি তাঁর টেস্ট কেরিয়ারের ৬১তম ম্যাচে ২০০ তম টেস্ট পার্টনারশিপ৷ ২০০টি পার্টনারশিপের মধ্যে রাহানে একবারও রান-আউট হননি৷ একবারও রান-আউট করেননি কোনও পার্টনারকে৷ অর্থাৎ এ-যাবৎ টেস্ট কেরিয়ারে কখনও রান-আউটের ঘটনায় জড়াননি অজিঙ্কা৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি একটি বিশ্বরেকর্ড৷
রাহানে ছাড়া একশো’র বেশি টেস্ট ইনিংস খেলা আরও চারজন ক্রিকেটার গোটা কেরিয়ারে একবারও রান-আউট হননি৷ যাঁদের মধ্যে অন্যতম হলেন কপিল দেব৷ এছাড়া মুদাস্সর নজর, পিটার মে ও গ্রেম হিকের এমন নজির রয়েছে৷
ভারতীয়দের মধ্যে রান-আউট হওয়ার সব থেকে খারাপ নজির রয়েছে সৈয়দ কিরমানি, মহম্মদ আজহারউদ্দিন ও অনিল কুম্বলের৷ তিনজনেই টেস্ট কেরিয়ারে ৭বার করে রান-আউট হয়েছেন৷ রাহুল দ্রাবিড় সবথেকে বেশি ১২ বার অপর প্রান্তের সঙ্গীকে রান-আউট করিয়েছেন৷ শতাংশের বিচারে রান-আউট হওয়ার সব থেকে খারাপ রেকর্ড রয়েছে সৈয়দ আবিদ আলির৷ ৫৩টি ইনিংসের মধ্যে তিনি মোট ৬ বার রান-আউট হয়েছেন৷