এবারের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন ইংলিশ তারকা বেন স্টোকস। ২০২২ সালের দারুণ পারফরম্যান্সের জন্য বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে আজ তাঁর নাম ঘোষণা করেছে আইসিসি।
স্টোকসের নেতৃত্বে ১০ টেস্টের মধ্যে ৯টিই জিতেছে ইংল্যান্ড। তাঁর এই দূর্দান্ত খেলার স্বীকৃতি পেলেন আজ। দুই দিন আগেই আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন স্টোকস।
টেস্টের বর্ষসেরা হওয়ার দৌঁড়ে ছিলেন অস্ট্রেলিয়ান তারকা উসমান খাজা, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও সতীর্থ জনি বেয়ারস্টো। গত বছর ১৫ টেস্ট খেলে দুই সেঞ্চুরিসহ ৩৬.২৫ গড়ে ৮৭০ রান করেন স্টোকস। স্ট্রাইক রেট ছিল ৭১.২১। এছাড়া বল হাতে শিকার করেছেন ২৬ উইকেট।