আইসিসি রবিবার টেস্ট বোলারদের র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা। পাশাপাশি প্রোটিয়া এই বোলার ২০১৮ সাল শেষ করেছেন সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে। এ বছর রাবাদা সর্বোচ্চ ৫২টি উইকেট নিয়েছেন।
২০১৮ সালের শীর্ষ পাঁচ টেস্ট উইকেট শিকারি :
১. কাগিসু রাদাবা (দ.আফ্রিকা)- ৫২ উইকেট
২. দিলরুয়ান পেরেরা (শ্রীলঙ্কা)- ৫০ উইকেট
৩. নাথান লায়ন (অস্ট্রেলিয়া)- ৪৯ উইকেট
৪. জাসপ্রিত বুমরাহ (ভারত)- ৪৮ উইকেট
৫. মোহাম্মদ সামি (ভারত)- ৪৭ উইকেট।