টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষস্থনে উঠে এসেছেন মার্নাস লাবুশেন। ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের এক নম্বরের জায়গাটি দখল করলেন তিনি।
রেটিং পয়েন্ট ৮৯৭ নিয়ে দুইয়ে নেমে গেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ব্যাটারদের শীর্ষস্থান হারালেও রুট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে দশের ক্লাবে ঢুকে গেছেন।
টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন অজি তারকা প্যাট কামিন্স।