
ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত
এই গরমে রাস্তাঘাটে বেরোনাটাই দায় হয়ে গিয়েছে৷ কাঠফাটা রোদ্দুরের মধ্যে যানজট পেরিয়ে গন্তব্যস্থলে পৌছতে গেলে গায়ে জ্বর আসে সকলেরই৷ তারমধ্যে ট্রাফিক জ্যামের সমস্যা তো রয়েছেই৷ কিন্তু এই গরমেও যদি আপনি দেখেন সকলের মাথার উপর দিয়ে আপনি হুশশশশ করে বেরিয়ে যাচ্ছেন? তাহলে বিষয়টি ঠিক কেমন হবে? অবাক লাগছে? তবে, বিষয়টি সত্যিই৷ ফ্রান্সের একটি সংস্থা একটি বিশেষ ইলেক্ট্রিক এয়ারক্রাফ্ট তৈরি করেছে৷ এই বিশেষ প্রজেক্টটির নাম বাহানা৷ স্বল্পমূল্যে এবার এই ট্যাক্সি চড়েই বেড়িয়ে পরুন গন্তব্যস্থানে৷
ট্রাফিক জ্যামে জর্জরিত বিশ্ববাসী৷ তাই বিশ্ববাসীকে এই সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্যই ফ্রান্সের এই সংস্থাটি এই উড়ন্ত ট্যাক্সি তৈরির পরিকল্পনা করেন৷ আগামী ২০২০সালের মধ্যেই বাজারে আসতে চলেছে এই নয়া ট্যাক্সিটি৷ একটি বাটন প্রেস করলেই অনায়াসে আপনি পৌছে যাবেন আপনার গন্তব্যে৷
এই এয়ারবাস প্রজেক্টটির এক লিডার জাচ লোভারিং জানিয়েছেন, এই উড়ন্ত ট্যাক্সিতে চড়তে গেলে প্রতি মাইলের জন্য আপনাকে মাত্র ১.৫০ থেকে ২.৫০ ডলার দিতে হবে৷ কিন্তু এত কম খরচায় কিভাবে এই সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই এয়ারবাসটির রক্ষণাবেক্ষণের খরচ সাধারণ ট্যাক্সির থেকে অনেক কম৷
গত বছরই এই সংস্থাটি এই প্রজেক্টির বিষয়টি প্রকাশ্যে এনেছেন৷ এমনকি এই এয়ারবাসে চলার জন্য একটি অ্যাপেরও সূচনা করেছে এই সংস্থাটি৷ এরফলে যাত্রীরা মোবাইলে একটি বাটন টিপেই তাদের সুবিধামতন স্থান থেকেই এই এয়ারবাসটিতে উঠতে পারবেন৷